”জওয়ান” ছবিতে ”ইনটেন্স লুক”-এ বিজয় সেতুপতি

মুম্বাই, ২৪ জুলাই (হি.স.) : গত কয়েকদিন ধরেই শাহরুখ খানের আগামী ছবি ”জওয়ান” নিয়ে উত্তেজনা দর্শক মহলে । এরই মাঝে ”জওয়ান” ছবিতে ”ইনটেন্স লুক”-এ হাজির বিজয় সেতুপতি ।

শোনা যাচ্ছে কিং খানই নন, এটি শাহরুখের সঙ্গে দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির প্রথম ছবি । সেই সঙ্গে বাদশাহের সঙ্গে ছবিতে অভিনয় করছেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা । দক্ষিণের অপর তারকা বিজয় সেতুপতি । ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোনও । ছবির টিজার ইতিমধ্যেই উত্তেজনার আগুন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে । সেই আবহেই মুক্তি পেল ছবির নতুন পোস্টার । যদিও কোথাও উল্লেখ করা নেই, কিন্তু ছবি দেখে সকলেই মনে করছেন এটি বিজয় সেতুপতির লুক ।