আগরতলা, ২৪ জুলাই (হি. স.) : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা। সোমবার দুপুর ৩টা ৩৪ মিনিট ৩৪ সেকেন্ডে ভূমিকম্পে রিখটার স্কেলে তীব্রতা ৩.৮ রেকর্ড করা হয়েছে। এদিনের ভূমিকম্পে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর নেই।
ভূপৃষ্ট থেকে ৩১ কিমি গভীরে ছিল ওই ভূমিকম্পের উত্পত্তিস্থল। ত্রিপুরার খোয়াই জেলায় সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে। আজকের ভূমিকম্পে রিখটার স্কেলে তীব্রতা বেশি ছিল না। তাই, ভূকম্পনে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।