দিনহাটা, ২৪ জুলাই (হি. স.) : স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় বন্ধ রয়েছে পঠনপাঠন। এই অভিযোগ তুলে সোমবার দিনহাটার ভেটাগুড়িতে পথ অবরোধে শামিল হল পড়ুয়ারা। এদিন দুপুর থেকে ভেটাগুড়ি লালবাহাদুর শাস্ত্রি হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের অবরোধের জেরে দিনহাটা-কোচবিহার রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পড়ুয়াদের অভিযোগ, ভোট শেষ হয়েছে আগেই। এখনও কেন্দ্রীয় বাহিনী স্কুলে রয়েছে। ফলে স্কুলে পঠনপাঠন বন্ধ রয়েছে। এতে সময়ে সিলেবাস শেষ হবে না। সমস্যায় পড়তে হবে তাদের। তাই প্রতিবাদে শামিল হয়েছে তারা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে কিছুক্ষণ অবরোধ চলার পর উঠে যায়।