নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গ, মণিপুর, রাজস্থান-সহ দেশের বিভিন্ন রাজ্যে মহিলাদের প্রতি অপরাধের ঘটনা বিগত কিছু দিন ধরে প্রকাশ্যে আসছে। মহিলাদের প্রতি অপরাধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি সাংসদ রাজ্যবর্ধন রাঠোর। সোমবার তিনি বলেছেন, যে কোনও রাজ্যেই হোক অথবা বিশ্বজুড়ে মহিলাদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিজেপি সাংসদ রাজ্যবর্ধন রাঠোর এদিন সংসদে চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর সরকার ১১ কোটি টয়লেট তৈরি করা থেকে শুরু করে মহিলাদের সুরক্ষার জন্য অনেক কিছু করেছে…তিনি দেশে আচরণগত পরিবর্তনও এনেছেন…একটি আইন আছে যে ১২ বছরের কম বয়সী ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ড হবে এবং ফাস্ট ট্র্যাক কোর্ট স্থাপন করা হয়েছে যেগুলি ভারত সরকার অর্থায়ন করেছে।”