পোস্টারিং, পাল্টা প্রতিবাদে টিসিএ কলুষিত আইনি লড়াই শুরুর পথে, ক্ষতি ক্রিকেটের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।। এখন শুরু হতে যাচ্ছে আইনি লড়াই। কোথায় ব্যাটে বলে দুর্দান্ত খেলা দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা উন্মুখ হয়ে এগিয়ে রয়েছে, পক্ষান্তরে পুরো ক্রিকেট এসোসিয়েশনটাই যেন এখন কাঠগড়ায় দাঁড়িয়ে। জুড়ি জুড়ি অভিযোগ, পোস্টারিং,  পাল্টা অভিযোগ, নিন্দায় একাধিক মামলা দায়ের হচ্ছে আদালতে। কে ভুল, কে সঠিক তা নিরূপণের দায়িত্ব গড়াচ্ছে বিচারকের হাতে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বিচারাধীনের আওতায়। স্বাভাবিক কারণে মুখ থুবড়ে পড়ার আশঙ্কায় সামগ্রিক ক্রিকেট পরিকাঠামো। প্রচন্ড ক্ষতির সম্মুখীন শত শত ক্রিকেটাররা । স্বাভাবিক নিয়মে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিষয়টাতে হস্তক্ষেপ করবে, তবে আখেরে কালিমালিপ্ত হয়েছে পুরো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। দেহ ও শরীর গঠনে খেলাধুলার মতো পবিত্র আয়োজনে শেষ পর্যন্ত পোস্টারিং-এর মতো নোংরা বিষয়ের আবির্ভাব পুরো ক্রিকেট সমাজেই কালিমালিপ্ত করে ছেড়েছে। এদিকে লাইফ মেম্বারস্ “ডায়াস” থেকে বিবৃতি দেওয়া হয়েছে: যারা রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থার আপনজন, ক্রিকেটের পথপ্রদর্শক, ক্রিকেটের অগ্রগতি নিয়ে স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখাবেন, তাদের কারোর ভুলের জন্য টিসিএ-তে একের পর এক ঘটে চলা অনভিপ্রেত ঘটনা টিকেট পরিমণ্ডলকে কলুষিত করে তুলেছে। যা লজ্জার ও দুর্ভাগ্যের মনে করছে টিসিএ-র আজীবন সদস্যদের সংগঠন “ডায়াস”। অসহিষ্ণুতা, ঠিক-ভুলের দ্বন্দ্ব, প্রশাসনিক অস্থিরতা কিংবা সংবিধানকে অবজ্ঞা ইত্যাদি ক্রিকেটের গতিকে স্তব্ধ করে। পরিকাঠামমোর শ্রীবৃদ্ধিতে অন্তরায় হয় কিংবা ক্রিকেটপ্রেমী পদবাচ্যকে কলুষিত করে। যা ডায়াস এবং রাজ্যের ক্রিকেট অনুরাগীরা মন থেকে চায়না। ক্ষমতার লড়াই নয়, ক্রিকেটের উন্নয়ন, খেলোয়াড়দের গুণগত মান বৃদ্ধি ও মনোবল অটুট রাখা এবং জাতীয় স্তরে অংশগ্রহণের পথ আলোকিত করা একমাত্র লক্ষ্য হোক সবার। অনতিবিলম্বে টিসিএ নিজেকে দুর্নীতিমুক্ত, সংবিধান অনুগত এবং প্রশ্নচিহ্নের ঊর্ধ্বে রাখার সংকল্প নিয়ে সময়োচিত যোগ্য পদক্ষেপ গ্রহণ করবেন। প্রয়োজনে রাজ্য সরকার এবং বিসিসিআই এর সুপারিশ প্রার্থনা করে উদ্ভূত পরিস্থিতির সার্বিক সমাধানে একাত্ম হবেন “ডায়াস” প্রত্যাশা করে। লাইফ মেম্বার্স ডায়াস সেক্রেটারি মানিক দত্ত এক বিবৃতিতে বিস্তারিত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *