মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৪ জুলাই (হি. স.) : মহানায়ক উত্তমকুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠানে বিশেষ সম্মানে সম্মানিত করা হল অভিনেত্রী সোহিনী সরকার, পরিচালক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্ ও পরিচালক হরনাথ চক্রবর্তীকে।

এদিনের অনুষ্ঠানে, অভিনেতা, অভিনেত্রী ও পরিচালকের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তমকুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক নায়ক-নায়িকারা। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন, অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও নচিকেতা। এছাড়াও এদিন যাঁরা সম্মান পেয়েছেন, মঞ্চে উপস্থিত ছিলেন তাঁরাও। উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *