নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): দিল্লিতে ৪টি “আর ও ওয়াটার” এটিএম খুলে গেল। এমন আরও ৫০০টি “আর ও ওয়াটার” এটিএম খুলে দেওয়া হবে। সোমবার দিল্লির মায়াপুরী এলাকায় “আর ও ওয়াটার” প্লান্ট পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজও। কেজরিওয়াল এদিন বলেন, দরিদ্ররাও এবার থেকে প্রতিদিন বিশুদ্ধ জল খেতে পারবেন।
কেজরিওয়াল বলেছেন, “প্রতিটি পরিবারকে দেওয়া হচ্ছে ওয়াটার এটিএম কার্ড। এই কার্ডের মাধ্যমে পরিবারের প্রত্যেক সদস্য দৈনিক ২০ লিটার বিশুদ্ধ জল পাবেন। এমনকি গরীবরাও প্রতিদিন আর ও (রিভার্স অসমোসিস)-এর জল পান করতে পারবেন। এ পর্যন্ত দুই হাজার পরিবার এই কার্ড পেয়েছে।