কলকাতা, ২৩ জুলাই (হি.স.): রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে দলের তপশীলি জাতির কর্মীদের উপর আক্রমণের অভিযোগের প্রেক্ষিতে বিজেপির তরফে পাঁচ সদস্যের তথ্যানুসন্ধানী সংসদীয় দল গঠন করা হয়। তার তিন সদস্য সাংসদ মনোজ রাজোরিয়া, এস মুনিস্বামী ও বিনোদ কুমার সোনকার রবিবার সকালে কলকাতায় এসে পৌঁছেছেন।
বিমানবন্দরে মনোজ রাজোরিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে আইনের শাসন শেষ হয়ে গেছে। ভোট ও ভোটের পরেও বিজেপি দলের কর্মীদের অত্যাচার করা হচ্ছে, খুন করা হচ্ছে। সাধারণ মানুষও বাদ যাচ্ছে না। পুলিশ অপরাধীদের নিরাপত্তা দিচ্ছে। তপশীলি সম্প্রদায়ের এই সংসদীয় দল দু”দিনের কর্মসূচিতে রাজ্যে এসেছেন। হুগলির তারকেশ্বর ও আরামবাগে গিয়ে তারা আক্রান্ত, ঘরছাড়া দলীয় কর্মী ও প্রার্থীদের সঙ্গে কথা বলবেন।

