বীরপাড়া, ২৩ জুলাই (হি.স.): মণিপুরকাণ্ডের প্রতিবাদে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ালেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। রবিবার রাজী পারহা সারনা প্রার্থনা সভা নামে একটি সংগঠনের উদ্যোগে বীরপাড়ায় মণিপুরকাণ্ডের প্রতিবাদে একটি মিছিলের আয়োজন করা হয়। বীরপাড়ার পথের সাথী ভবন থেকে শুরু করে মিছিলটি মহাত্মা গান্ধী রোড ও পুরোনো বাসস্ট্যান্ড চত্বর ঘুরে বীরপাড়া চৌপথিতে শেষ হয়।
মণিপুরে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ফেটে পড়েন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। মণিপুরের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়। সংগঠনের পশ্চিমবঙ্গের মহাসচিব ভগবানদাস মুন্ডা বলেন, ‘মণিপুরে নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের ফাঁসি চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এদের শাসনে নারীরা সুরক্ষিত নয়। আমাদের দেশে নারীদের দেবী হিসেবে শ্রদ্ধা করা হয়। অথচ এখন নারীদের বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হচ্ছে!’