খারাপ বিষয় নিয়ে আলোচনার তুলনায় ভারতে ভালো জিনিস নিয়ে কথা হচ্ছে ৪০ গুণ বেশি : মোহন ভাগবত

মুম্বই, ২৩ জুলাই (হি.স.): খারাপ বিষয় নিয়ে আলোচনার তুলনায় ভারতে এখন ভালো জিনিস নিয়ে কথা হচ্ছে ৪০ গুণ বেশি। বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত। তিনি বলেছেন, “অনেক সময় নেতিবাচক আলোচনা শোনা যায়। কিন্তু যখন আমরা সমগ্র দেশে যাই এবং দেখি, তখন আমরা জানতে পারি ভারতে যত খারাপ ঘটনা ঘটছে তার চেয়ে ৪০ গুণ বেশি ভালো জিনিস নিয়ে আলোচনা হচ্ছে।”

রবিবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের উপস্থিতিতে উত্তর মুম্বইয়ের কান্দিভালি শহরতলিতে শ্রীমতি ধনকুভরবেন বাবুভাই ঢাকান হাসপাতাল (সুবর্ণ হাসপাতাল) উদ্বোধনের পর আরএসএস-এর সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত একথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, খারাপ বিষয় নিয়ে আলোচনার তুলনায় ভারতে ভালো জিনিস নিয়ে কথা হচ্ছে ৪০ গুণ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *