মালদা, ২৩ জুলাই (হি.স.): মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ বিজেপি পরিষদীয় দলের। বিক্ষোভে শামিল একাধিক বিধায়ক। রবিবার দুপুর ১ টা নাগাদ, বিধানসভার অভ্যন্তরে বি আর আম্বেদকরের মূর্তির সামনে বিক্ষোভে দেখান বিধায়কেরা।
এদিনের বিক্ষোভে বিজেপির দাবি মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার কথা জানার পরেও কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? কেনই বা চুপ রাজ্যের মুখ্যমন্ত্রী? এসব নিয়েই মুলত ছিল বিক্ষোভ। এছাড়াও মালদার পুলিশ সুপারের অপসারণ ও দোষী অফিসারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানান বিজেপি বিধায়করা। দিল্লিতে জরুরি বৈঠকে যোগ দিতে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা রওয়ানা হয়েছেন। আগামীকাল বৈঠক সেরে কলকাতায় ফেরার পর পরশু অর্থাৎ মঙ্গলবার বিধানসভা অধিবেশন চলাকালীন ফের বিক্ষোভ সংগঠিত করবেন তারা। এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ, বিশাল লামা, চন্দনা বাউরি, সত্যেন রায়, নিখিল রঞ্জন দে সহ অন্যান্যরা।