নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনা দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে! এরইমধ্যে পশ্চিমবঙ্গ, রাজস্থান ও বিহারেও মহিলাদের প্রতি অভব্যতার ঘটনা প্রকাশ্যে এসেছে। মহিলাদের প্রতি নৃশংসতার তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, যে কোনও রাজ্যে মহিলাদের প্রতি নৃশংসতা হৃদয় বিদারক।
রবিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “যে কোনও রাজ্যে মহিলাদের প্রতি নৃশংসতা হৃদয় বিদারক। রাজ্যকে দায়িত্ব নিতে হবে এবং মহিলাদের প্রতি অপরাধ কমাতে হবে… আমি বিরোধীদের অনুরোধ করব আলোচনা থেকে দূরে না যাওয়ার জন্য… বিরোধীদের এই ধরনের সংবেদনশীল বিষয়ে রাজনীতি করা উচিত নয়।”