লাহোর, ২২ জুলাই (হি.স.) : পাকিস্তানের বরিষ্ঠ পুলিশ আধিকারিক লাহোরের ডিআইজি শারিক জামাল খানকে শনিবার ভোররাতে লাহোরের ডিএইচএ এলাকায় তাঁর সরকারি বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁকে প্রথমে লাহোরের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর মৃত্যু নিশ্চিত করেছেন।
পরে পুলিশকে খবর দেয় তাঁর পরিবার। এসএইচও সাব্বির আওয়ান জানান, দেহ ময়নাতদন্তের জন্য জিন্নাহ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।