বিজেপির হাত ছাড়া হচ্ছে গৌরনগর ব্লকের শ্রীনাথপুর পঞ্চায়েত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ খুব শীঘ্রই কৈলাসহরে শাসক বিজেপি দলের আরও এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে যাচ্ছে৷ কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিরাজ মিঞার প্রধান পদ খারিজ হতে যাচ্ছে বলে বাইশ জুলাই শনিবার বিকেলে  সাংবাদিক সম্মেলন করে জানান শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সি.পি.আই.এম দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য তুয়াকুল আলী এবং মুজিব আলী৷ সাংবাদিক সম্মেলনে মুজিব আলী বলেন যে, চলতি মাসের বারো জুলাই দলের হুইপ অমান্য করে কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য আব্দুল সালাম এবং সি.পি.আই.এম দলের পঞ্চায়েত সদস্য হবিব উদ্দিনের সমর্থন নিয়ে বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য সিরাজ মিঞা প্রধান নির্বাচিত হয়েছিলেন৷ দলীয় হুইপ অমান্য করায় পরবর্তী সময়ে সতেরো জুলাই সি.পি.আই.এম দলের পক্ষ থেকে এবং একুশ জুলাই কংগ্রেস দলের পক্ষ থেকে গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তীর নিকট হবিব উদ্দিন এবং আব্দুল সালামের পঞ্চায়েত সদস্য পদ খারিজ করার জন্য আবেদন করা হয়৷ তাই এবার সময়ের অপেক্ষা৷ খুব শীঘ্রই কংগ্রেস দলের আব্দুল সালাম এবং সি.পি.আই.এম দলের হবিব উদ্দিনের পঞ্চায়েত সদস্য পদ খারিজ হয়ে যাবে এবং একইসাথে বিজেপি দলের প্রধান সিরাজ মিঞার প্রধান পদও খারিজ হবে বলে মুজিব আলী জানান৷ তাছাড়া আগামী চবিবশ জুলাই শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিরাজ মিঞার বিরুদ্ধে সি.পি.আই.এম দলের চার পঞ্চায়েত সদস্য অনাস্থা প্রস্তাব জমা দেবেন৷ এছাড়াও সাংবাদিক সম্মেলনে মুজিব আলী শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সচিব নানু মিঞার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন৷ কংগ্রেস এবং সি.পি.আই.এম দলের পক্ষ থেকে দুই পঞ্চায়েত সদস্যের সদস্য পদ খারিজ করার জন্য গৌরনগর ব্লকের বিডিও-এর কাছে লিখিত ভাবে জানানোর পর পঞ্চায়েত সচিব নানু মিঞা সম্পুর্ন অন্যায় ভাবে আগামী ছাবিবশ জুলাই পঞ্চায়েত অফিসে এক বৈঠক আহবান করেন৷ এটা কোনো ভাবেই পঞ্চায়েত সচিব করতে পারেন না বলে জানান মুজিব আলী৷ শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত ফান্ডে চৌষট্টি লক্ষ রয়েছে৷ পুরো টাকা হাফিজ করার লক্ষ্যেই পঞ্চায়েত সচিব নানু মিঞা এই অবৈধ কান্ড করতে চাইছেন বলেও জানান মুজিব আলী৷ এছাড়াও পঞ্চায়েত সদস্য মুজিব আলী শাসক বিজেপি দলের নেতাদের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তোলে বলেন যে, ২০১৮সালে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রায় দেড় কোটি টাকা হাফিজ করা হয়েছিলো৷ এই টাকা বিজেপি ঊনকোটি জেলা কমিটির এক প্রভাবশালী নেতা হাফিজ করে সেই নেতা এই টাকা দিয়ে গাড়ি এবং বাইক ক্রয় করেছে বলে জানান৷ কিন্তু বাস্তবে ২০১৮সালে কৈলাসহরের বিভিন্ন এলাকায় বন্যা হলেও শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো ধরনের বন্যাই হয়নি এবং বন্যায় শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতিই হয়নি বলে জানান পঞ্চায়েত সদস্য মুজিব আলী৷ শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে কৈলাসহরে রাজনৈতিক পারদ চরম তুংগে রয়েছে৷ তবে, সেক্ষেত্রে ৫৩-কৈলাসহর বিধানসভা কেন্দ্রে বিজেপি দল অনেকটাই ব্যাকফুটে রয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *