আগরতলা, ২১ জুলাই (হি.স.) : অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই রোহিঙ্গাকে আটক করেছে ধর্মনগর আরপিএফ। পরবর্তী সময়ে আরপিএফ তাঁদের জিআরপি–র হাতে তুলে দেয়। জিআরপি তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন জনৈক রেল পুলিশ।
তিনি জানিয়েছেন, আজ সকাল ৮:৪২ মিনিটে ধর্মনগর রেল স্টেশন থেকে আরপিএফ দুজন রোহিঙ্গাকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় তারা আগরতলা–সেকেন্দ্রাবাদ ট্রেনে করে হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল। পরর্বতী সময়ে আরপিএফ দুজন রোহিঙ্গাকে জিআরপিঅফের হাতে তুলে দিয়েছে। জিআরপি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদেরকে আগামীকাল ধর্মনগর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, দুই রোহিঙ্গা বাংলাদেশের কুতুবপালং এলাকার বাসিন্দা সৈয়দ আলম(২১) ও ফইয়াজুল সালাম(৩৩)।