জিএসটি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য আশীর্বাদ : নির্মলা সীতারমন

আগরতলা, ২১ জুলাই (হি.স.): জিএসটি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য আশীর্বাদ। আজ আগরতলায় জিএসটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে জোর গলায় একথা দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর দাবি, গত পাঁচ-ছয় বছরে ত্রিপুরায় কেন্দ্রীয় করের রাজ্যের অংশ একক অঙ্কের পরিসংখ্যান থেকে তিন অঙ্কে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পণ্য ও পরিষেবা করের (জিএসটি) ইতিবাচক প্রভাবের প্রশংসা করেছেন। এদিন সীতারামন জিএসটি বাস্তবায়নের আগের বছর (২০১৫-১৬) থেকে পরিসংখ্যান তুলনা করে বলেন, ত্রিপুরা কেন্দ্রীয় করের অংশ হিসাবে ৪.২১ কোটি টাকা পেয়েছিল, গত আর্থিক বছরের বেড়ে দাড়িয়েছে ৯৮২.৫০ কোটি টাকা।

এদিন অর্থমন্ত্রী ত্রিপুরার ব্যবসায়ী সম্প্রদায়কে অভিন্ন কর ব্যবস্থায় রেজিস্ট্রেশন করতে উত্সাহিত করেছেন। সীতারামন ব্যবসায়ীদের কাছে ব্যবসাগুলিকে সিস্টেমের সুবিধাগুলি সম্পূর্ণরূপে লাভ করার জন্য অনুরোধ করেছেন। কারণ নন-জিএসটি রেজিষ্ট্রেশন প্রতিষ্ঠানগুলি ব্যবসা করার জন্য বড় কর্পোরেশনগুলিকে আকর্ষণ করার সম্ভাবনা কম।