বিজ্ঞানের যুগে কুসংস্কার! অন্ডালে ডাইনি সন্দেহে বৃদ্ধার ওপর পাশবিক অত্যাচার, ধৃত ৩

দুর্গাপুর, ২১ জুলাই (হি. স.) : এ কোন সমাজ! যেখানে বিজ্ঞানের ওপর নির্ভর করে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ সাফল্যের আশায় বিভোর। তখন বিজ্ঞানের যুগে কুসংস্কারে বিশ্বাস। ডাইনি সন্দেহে এক বৃদ্ধা মহিলা পাশবিক অত্যাচারের শিকার। নগ্ন করে চুল কেটে আগুনের ছ্যাঁকা দিয়ে মাথায় ব্লেড দিয়ে চিরে দেওয়া হল। লাঠি গুঁজে মল, মূত্র খাওয়ানোর অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছ অন্ডালের দক্ষিণখন্ডের ডামরা বাঁধ এলাকায়। বৃহস্পতিবার রাত্রে ঘটনার অভিযোগে অভিযুক্ত গুনিনসহ ৩ জনকে গ্রেফতার করল অন্ডাল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনায় জানা গেছে, আক্রান্ত ওই বৃদ্ধার বয়স প্রায় ৬০ বছর। অন্ডালের দক্ষিণখন্ডের ডামরা বাঁধ গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাত্রে অন্ডাল থানার দারস্ত হয় ওই বৃদ্ধা। ঘটনার অভিযোগে তিনি জানান,” গ্রামের মহাদেব কিস্কু, রবিন কিস্কু, ববি হাঁসদা, সূর্য সোরেন লক্ষিন্দর সহ বেশ কিছু লোক তাকে ডাইনি বলে সন্দেহ করত। গত ৭ জুলাই তারা লাউদোহা থানায় ইচ্ছাপুর গ্রাম থেকে সরস্বতী বাগদী নামে এক স্বঘোষিত গুনিন ওঝাকে গ্রামে ডেকে আনে। ওই ওঝা পুজোপাঠ, তুকতাক করার পর আমাকে ডাইনি ঘোষণা করে। তারপরই ওই ওঝার উস্কানিতে গ্রামের রবিন কিস্কু, মহাদেব কিস্কু, সূর্য সোরেন সহ ১০-১২ জন পুরুষ ও মহিলা সারারাত ধরে আমার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালায়।” তিনি আরও বলেন,” নগ্ন করে শরীরে আগুনের ছ্যাঁকা দেয়। মাথার চুল কেটে দেয়, মাথায় ব্লেড দিয়ে চিরে দেয়। মুখে লাঠি গুঁজে জোর করে পায়খানার জল, মূত্র খাওয়ানো হয়।” অভিযোগে তিনি আরও বলেন,” আমার মেয়ে বাঁচাতে আসলে তার কাছে ২০ হাজার টাকা নগদ নেয়। তাকেও মারধর করে। প্রাণ ভয়ে আতঙ্কে মেয়ের বাড়িতে আশ্রয় নিই।” সেখান থেকে পালিয়ে ওই বৃদ্ধা মাকে নিয়ে কাঁকসা প্রাথমিক হাসপাতালে ভর্তি করে তার মেয়ে।
এদিকে, খবর চাউর হতেই ওই বৃদ্ধার পাশে দাঁড়ান ভারত জাকাত্ মাঝি পরগনা আদিবাসী সংগঠনের লোকজন। বৃহস্পতিবার মহিলাকে সঙ্গে নিয়ে তারা প্রথমে পৌঁছান দুর্গাপুর-ফরিদপুর থানায়।‌ সেখানে লিখিত অভিযোগ নথিভূক্ত করাতে গেলে তাদের অন্ডাল থানায় যাওয়ার পরামর্শ দেয়। এরপর রাত্রে ওই মহিলা ওঝা সহ ১০-১২ জনের নামে লিখিত অভিযোগ জমা দেন অন্ডাল থানায়।

ভারত জাকাত্ মাঝি পরগনার পক্ষে লেবু হেমব্রম বলেন,” বিষাক্ত কাটা দিয়ে শরীরে ফুঁড়েছে। অমানবিক শুধু নয়, পাশবিক অত্যাচার করেছে। বিজ্ঞানের যুগে কুসংস্কারের ওপর নির্ভর করে আমাদের সমাজটাকে পচিয়ে দিচ্ছে একশ্রেনীর মানুষ। তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবী জানাচ্ছি। তা না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে।”
যদিও ঘটনার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে সরস্বতী বাগদী অভিযুক্ত ওঝা, বুধন সোরেন, রবিন কিস্কু। শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন খারিজ করে দেন। পুলিশ জানিয়েছে,’ ধৃতদের পুলিশ হেপাজতের আবেদন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *