নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ খোয়াই জেলা জুড়ে তীব্র রক্ত সংকট৷ খোয়াই জেলা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে রক্তের ভাঁড়ার প্রায় শূন্য৷ এমতাবস্থায় জেলার ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের যোগান স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে খোয়াই মহকুমা প্রশাসন৷ শুক্রবার খোয়াই মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমা প্রশাসনিক ভবন প্রেক্ষাগৃহে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল৷ এদিনের এই মহতী রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস৷ তাছাড়া উপস্থিত ছিলেন, খোয়াই জেলাশাসক ডিকে চাকমা, খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকার ডক্টর নির্মল সরকার,খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস,খোয়াই মহকুমা শাসক বিজয় সিনহা সহ অন্যান্যরা৷ স্বাগত ভাষণে খোয়াই মহকুমা শাসক বলেন,ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট রয়েছে৷ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের মজুদ সন্তোষজনক করার তাগিদে এধরনের রক্তদান শিবির যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন৷ আরো বেশি সংখ্যায় এধরনের রক্তদান শিবির সংগঠিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন৷ রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন,গোটা জেলায় অনেক থ্যালাসেমিয়া রোগী আছেন৷ যাঁদের নিয়মিত রক্তের প্রয়োজন৷ মানুষ রক্তদানে এগিয়ে এলে তাঁদের উপকার হয়৷জেলা প্রশাসনের তরফে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাবগুলিকে রক্তদান শিবির আয়োজন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে৷ পাশাপাশি, রক্তদান সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রচার শুরু করা হয়েছে প্রশাসনের তরফে৷ সরকারি উদ্যোগের পাশাপাশি এই সব সংস্থাও যাতে রক্ত সংকট দূর করতে হাতে হাত মেলায় তার জন্য আহ্বান জানান সকলকেই৷রক্তদান শিবিরে যারা রক্ত দিতে এগিয়ে এসেছেন তাদের প্রত্যেককে তিনি ধন্যবাদ জানিয়েছেন৷ আগামী দিনগুলিতে এধরনের রক্তদান শিবিরে আরো বেশি সংখ্যায় রক্তদাতাদের এগিয়ে আসছে তিনি আহ্বান জানিয়েছেন৷ শিবিরে ৫০জন স্বেচ্ছায় রক্ত দান করেন৷রক্তদান শিবিরকে মহকুমা প্রশাসনের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷
2023-07-21