নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): “মোদী পদবি অবমাননা” মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাজা নিয়ে গুজরাট সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়াও অভিযোগকারী বিজেপি নেতা ও গুজরাটের বিধায়ক পূর্ণেশ মোদীকেও নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৪ আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে। সুপ্রিম কোর্ট শুক্রবার জানিয়েছে, এই পর্যায়ে মামলার দীর্ঘায়িত শুনানির প্রয়োজন নেই। সাজার উপর স্থগিতাদেশ হবে না বহাল থাকবে, শুনানি হবে তা নিয়েই। শুক্রবার বিচারপতি আর এস গাভাই এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চ রাহুলের আবেদনের প্রেক্ষিতে অবস্থান জানতে নোটিস পাঠিয়েছে গুজরাট সরকারকে।
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্নাটকের কোলারে ‘মোদী’ পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচএইচ বর্মা ২ বছর জেলের সাজা দিয়েছিলেন রাহুলকে। তবে ‘অপরাধমূলক মানহানি’ মামলায় দোষী রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করে রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের জন্য তাঁকে ৩০ দিন সময় দিয়েছিলেন বিচারক। সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের ভিত্তিতে ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেছিলেন। এদিকে, মোদী পদবি অবমাননার মামলায় সাজা এড়াতে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন রাহুল গান্ধী। কিন্তু, কংগ্রেস নেতার অস্বস্তি বাড়িয়ে সুরাটের দায়রা আদালতের রায় বহাল রাখে গুজরাট হাইকোর্ট। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন রাহুল। গত ১৮ জুলাই “মোদী পদবি” অবমাননা মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদন শুনতে সম্মত হয় সুপ্রিম কোর্ট। আর শুক্রবার শুনানিতে সর্বোচ্চ আদালত, গুজরাট সরকারকে নোটিশ পাঠিয়েছে। পাশাপাশি অভিযোগকারী বিজেপি নেতা ও গুজরাটের বিধায়ক পূর্ণেশ মোদীকেও নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।