নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.) : দিল্লিতে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। মোদী ও রনিলের উপস্থিতিতে শুক্রবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কয়েকটি চুক্তি বিনিময় হয়েছে। দু’দিনের সফরে বৃহস্পতিবারই ভারতে এসেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে।
এদিন সকালে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিলিত হন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। প্রথমে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন মোদী ও রনিল। পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন।
মোদী ও রনিলের উপস্থিতিতে শুক্রবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কয়েকটি চুক্তি বিনিময় হয়েছে। এই চুক্তিগুলির মধ্যে একটি হল শ্রীলঙ্কায় ইউপিআই স্বীকৃতির জন্য নেটওয়ার্ক-টু-নেটওয়ার্ক চুক্তি। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “শ্রীলঙ্কায় ইউপিআই চালু করার জন্য স্বাক্ষরিত চুক্তি, ফিনটেক সংযোগ বাড়াবে।” তিনি আরও বলেন, “আমি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে এবং তাঁর প্রতিনিধি দলকে ভারতে স্বাগত জানাই। রাষ্ট্রপতি হিসেবে তাঁর এক বছর পূর্ণ হওয়ায় আমি তাঁকে অভিনন্দন জানাই। শ্রীলঙ্কার জনগণ গত বছর অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল কিন্তু ঘনিষ্ঠ বন্ধুর মতো আমরা সংকটের সময়ে শ্রীলঙ্কার জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলাম।”
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে বলেছেন, “গত এক বছরে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যে অসাধারণ চ্যালেঞ্জগুলির সম্মুখীন হয়েছে শ্রীলঙ্কা এবং এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে আমি বেশ কয়েকটি ফ্রন্টে যে সংস্কার পদক্ষেপ নিয়েছি সে সম্পর্কেও আমি প্রধানমন্ত্রী মোদীকে উপলব্ধি করেছি। নিঃসন্দেহে আমাদের আধুনিক ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়টিতে শ্রীলঙ্কার প্রতি সংহতি ও সমর্থনের জন্য আমি প্রধানমন্ত্রী মোদী এবং ভারত সরকার ও ভারতের জনগণের কাছে গভীর কৃতজ্ঞতা জানিয়েছি।”