কলকাতা, ২১ জুলাই (হি. স.) : ‘মণিপুরে যা হচ্ছে’‘, ‘মহিলাদের ক্ষতি করলে, জেনে রাখুন, আগামী নির্বাচনে মহিলারাই আপনাদের ক্ষমতাচ্যুত করবে।’ মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শুক্রবার কলকাতায় শ্রদ্ধা দিবসে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মণিপুর নিয়ে বৃহস্পতিবার টুইটে এবং সাংবাদিক সম্মেলনে কেন্দ্রকে আক্রমণ করেছিলেন মমতা। শুক্রবার তিনি বলেন, “মহিলাদের ইজ্জত নিলে, আগামী দিনে মহিলারাই আপানাদের ভারত থেকে দূরে ছুঁড়ে পেলে দেবে’, ২১শে জুলাই শহিদ স্মরণ সবার শুরুতেই মণিপুরের নাম না করে বিজেপিকে এই ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মণিপুরে নির্যাতিতাদের পাশে থাকার বার্তা দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘এরা মহিলাদের ইজ্জত লুঠ করছে। মনে রাখবেন মায়েরাই আমাদের দুর্গা, কালী, সীতা সাবিত্রী, বিলকিস, জাহানারা।’ প্রধানমন্ত্রীকে নিশানা করে মমতা বলেন, ‘আপনারা তো হত্যার সওদাগর। আমরা মণিপুর ছাড়ব না। এখানে তো কাক মরলেও কেন্দ্রীয় দল পাঠিয়ে দেন। বিজেপির নেতা বলছেন, আমি জানি কী ভাবে বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি করতে হয়। মোদীজি আপনার কাছে অনুরোধ মনটা বড় করুন।’ এদিন মণিপুরের ঘটনার জন্য এক মিনিট নিরবতাও পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমততা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমার সঙ্গে অরবিন্দের (অরবিন্দ কেজরিওয়াল) কথা হয়েছে। আমরা ‘ইণ্ডিয়া’ থেকে একটি দল মণিপুরে য়াই। মুখ্যমন্ত্রীরদের দল। সেখানে গিয়ে শিবিরে তাঁদের সঙ্গে দেখা করি, কথা বলি। তাঁরাও চাইছেন আমাদের সঙ্গে দেখা করতে।’
প্রসঙ্গত, মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো ও গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই উত্তাল গোটা দেশ। সারা দেশজুড়ে উঠেছে নিন্দার ঝড়। সে রাজ্যের সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে, যে দুই মহিলাকে নিগ্রহ করা হয়েছে, তাঁরা কুকি-জো জনজাতির। নিগৃহীত ওই দুই মহিলার মধ্য়ে একজনকে গণধর্ষণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এফআইআর-এ।
তবে যে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে সেটি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। পুলিশ সূত্রে খবর, দিল্লিতে একটি ধর্ষণের ভুয়ো খবর ভাইরাল হয়েছে। সেই ভিডিওকেই মণিপুরে ধর্ষণ বলে দাবি করা হয়। ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রফতারি ঘিরেও ছড়িয়েছে উত্তেজনা। বৃহস্পতিবারই এক অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।