মণিপুর নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার : প্রহ্লাদ জোশী; বিরোধীদের তীব্র সমালোচনা করলেন অনুরাগ

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): মণিপুর ইস্যু নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার। বিরোধীদের উদ্দেশে ফের বললেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। শুক্রবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, মণিপুরে হিংসার ঘটনার বিষয়ে আলোচনা করতে সরকার প্রস্তুত। তা সত্ত্বেও সংসদের কাজকর্মে বিরোধীরা বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তিনি।

প্রহ্লাদের কথায়, “স্পিকার যখনই নির্দেশ দেবেন আমরা তখনই আলোচনা করতে প্রস্তুত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে স্পিকার এবং চেয়ারম্যানকে বলেছেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত। গুরুত্বপূর্ণ বিল রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি সংসদে ব্যাপক আলোচনা করতে চায়…বিরোধীরা শুধু একটি ভুল বর্ণনা তৈরি করে সংসদের কার্যক্রমকে ব্যাহত করার চেষ্টা করে।”

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, কংগ্রেস-সহ বিরোধী দলগুলি মণিপুরে হিংসার ঘটনায় সংসদে আলোচনা থেকে পালিয়ে যেতে চাইছে। তিনি বলেছেন, বিরোধীরা শুধু অজুহাত খুঁজছে যাতে সংসদের কাজকর্ম ঠিক মতো না চলে। তিনি কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন।

উল্লেখ্য, হিংসায় অশান্ত মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ন্যক্কারজনক ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। চৌঠা মে-র ওই ভয়ঙ্কর ঘটনার ভিডিও গত বুধবার রাতে প্রকাশ্যে এলে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে বাদল অধিবেশনের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও সংসদের উভয় সভা উত্তাল হয়েছে। ভিডিওতে যে উন্মত্ত জনতার ছবি দেখা গিয়েছিল, তাদের মধ্যে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে গতকাল সকালে গ্রেফতার করা হয়। পরে ধরা হয় আরও তিনজনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *