আগরতলা, ২১ জুলাই (হি.স.) : ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে জনজাতিদের জন্য অধিক অর্থ বরাদ্দ করার তথ্য তুলে ধরে বিজেপি সরকার ত্রিপুরার সাধারন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজ সাংবাদিক সম্মেলনে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এমনটাই বলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।
এদিন শ্রী দের্ববমা বলেন, সরকারের তথ্য অনুযায়ী ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে জনজাতিদের জন্য ৩৮.৪০ শতাংশ টাকা বরাদ্দ রেখেছিল। তেমনি ১৯-২০ অর্থবছরে জনজাতিদের জন্য সরকার খরচ করেছে ৩৯.৫২ শতাংশ অর্থ এবং ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে জনজাতিদের উন্নয়নের জন্য ৩৯.৮১ শতাংশ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তাহলে, এডিসি এলাকায় এতবছরে উন্নয়ন হয়নি কেন, প্রশ্ন তুলেন তিনি।
এদিন তিনি ত্রিপুরা সরকারের কাছে প্রশ্ন করেছেন, সরকারি তথ্য অনুযায়ী এডিসি এলাকায় অর্থ বরাদ্দ করা হলে উন্নয়ন মূলক কাজ করা হয়নি কেন। এডিসি এলাকায় পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। তাঁর কথায়, এডিসি এলাকায় সর্বমোট ২৫টি দপ্তর আছে, কিন্তু সরকার মাত্র ১৪টি দপ্তরের খাতে অর্থ বরাদ্দ রাখে।