নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.) : মণিপুরে দলবদ্ধ ধৰ্ষণ ও ভুক্তভোগীদের নগ্ন করে রাজপথে প্যারেড করানোর ঘটনায় বেজায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। ঘটনা সম্পৰ্কে মণিপুর সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে প্ৰধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, ‘এখনই ব্যবস্থা নিন, নইলে আমরা পদক্ষেপ নেব’।
আজ বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আদালত হস্তক্ষেপ করবে। মর্মান্তিক ভিডিও ভাইরাল হওয়ার পর দেশব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে।
এরই অঙ্গ হিসেবে মণিপুরে মহিলাদের বিরুদ্ধে যৌন সহিংসতার বেদনাদায়ক ঘটনার মোকাবিলা করতে পদক্ষেপ নিতে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা গ্রহণের বার্তা দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।