ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় বেশ কয়েকজন নিহত

কিয়েভ, ২০ জুলাই (হি.স.) : ইউক্রেনের বন্দর শহর মাইকোলাইভে রাশিয়ার বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয়জন। তবে নিহতের সংখ্যা কত, তা স্পষ্ট করা হয়নি। এমনটাই জানা গেছে বৃহস্পতিবার ।

ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ভিটালি কিম জানিয়েছেন, ইউক্রেনের বন্দর শহর মাইকোলাইভে রাশিয়ার বিমান হামলায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন নয়জন। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কিম লিখেছেন, বৃহস্পতিবার ভোরে মাইকোলাইভ শহরের কেন্দ্রে একটি তিনতলা একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ইউক্রেনের অনলাইন গণমাধ্যম ইউক্রেনস্কা প্রাভডা এক প্রতিবেদনে জানিয়েছে, মাইকোলাইভের হামলা আহতদের মধ্যে তিন শিশু রয়েছে। হামলায় শহরের কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গ্যারেজে আগুন ধরে যায়। এদিকে, টানা তৃতীয় রাতে বিমান হামলার খবর দিয়েছে ওডেসা অঞ্চলের কর্তৃপক্ষ।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করেছে যে, বৃহস্পতিবার সকালে ওডেসা অঞ্চলের দিকে রাশিয়া সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। বাহিনী সাধারণ মানুষকে নিরাপদস্থানে থাকার আহ্বান জানিয়েছে। ওডেসা প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক বলেছেন, ওডেসা শহরে রাশিয়ার হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটিতে আগুন লাগার পর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের বাইরে আরেকটি হামলার খবর পাওয়া গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *