নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ ত্রিপুরায় চলতি বছরের মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা বোর্ডের মেধাবীদের তালিকায় যুগ্ম নবম স্থান করে নিয়েছে ঊনকোটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কৃতি ছাত্র রেবেল সিনহা৷ তার এই সাফল্যে অত্যন্ত খুশি তার মা-বাবা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য পড়ুয়ারা৷ নিজের সাফল্য দেখিয়ে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করায় কৃতি এই ছাত্রকে সংবর্ধিত করলো বিদ্যালয় কর্তৃপক্ষ৷ বিদ্যালয়ের ক্যাম্পাস হলে শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তার হাতে সংবর্ধনা স্মারক এবং উপহার তুলে দেন শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যরা৷ ছাত্রের এই সাফল্যে শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে নিজেদের অভিমত তুলে ধরেছেন বিদ্যালয়ের শিক্ষিকা খুকুরানী বিশ্বাস৷
এদিকে কিভাবে কি করলে এই সাফল্যের চূড়া ছোঁয়া যায় তা নিজেই তুলে ধরেছে কৃতি ছাত্র রেবেল৷
তার এই সাফল্যে গর্বিত গোটা ফটিকরায় তথা কুমারঘাট মহকুমা৷
2023-07-20