ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই।।
আপাতত এন্ট্রি নিলো ৭ টি ক্লাব। রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার জন্য। ইতোমধ্যে রামকৃষ্ণ ক্লাব, এগিয়ে চলো সঙ্ঘ, জুয়েলস অ্যাসোসিয়েশন, লালবাহাদুর ব্যায়মাগার, ফরোয়ার্ড ক্লাব, বীরেন্দ্র ক্লাব এবং ত্রিপুরা পুলিস রিক্রিয়েশন ক্লাব আসরে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছে। রাখাল কমিটির সচিব কৃষ্ণপদ সরকার এখবর জানান।
2023-07-20