মুম্বই, ২০ জুলাই (হি.স.) : রায়গড় জেলার ইরসালওয়াড়ি গ্রামে ভূমিধসের ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। জানিয়েছেন এ বছর জন্মদিন পালন করবেন না তিনি।
আগামী ২২ জুলাই শনিবার অজিত পাওয়ারের জন্মদিন। রাজ্য জুড়ে তাঁর সমর্থক, কর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা প্রতি বছর জমকালোভাবে তাঁর জন্মদিন উদযাপন করেন। অজিত পাওয়ার তার সমর্থকদের ইরসালওয়াড়ি দুর্ঘটনার কারণে তাঁর জন্মদিন পালন না করার জন্য অনুরোধ করেছেন।
খালাপুরের ইরসালওয়াড়ির ঠাকুরওয়াড়িতে বুধবার রাতে প্রবল বৃষ্টির পর গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। মাটি ও পাথরের আঘাতে প্রায় ২৫ থেকে ৩০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসব বাড়ির প্রায় শতাধিক নাগরিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ উদ্ধারকারী দল। খোদ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, শিল্পমন্ত্রী উদয় সামন্ত, বন্দর উন্নয়ন মন্ত্রী দাদা ভুসে এবং অন্যান্য মন্ত্রীরাও সেখানে উপস্থিত রয়েছেন।

