নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ বিশালগড় ধনছড়ি এলাকায় স্বামী মধু দাস নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী রুমা দাসের উপর অত্যাচার চালায়৷ বৃহস্পতিবার দুপুরে ঝামেলার পর বধূর শরীরে আগুল লাগিয়ে দেয় স্বামী৷ এমনি অভিযোগ মৃতার মায়ের৷ পরে অগ্ণি নির্বাপক কর্মীরা রুমাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে৷ সেখান থেকে রেফার করা হয় জিবিপিতে৷ কিন্তু তার প্রাণ রক্ষা হয়নি৷ জিবি ফাঁড়ির পুলিশ তার স্বামীকে আটক করেছে৷ জানা যায় গৃহবধূ অগ্ণিদগ্দ হওয়ার পর উন্মত্ত্ব স্বামী উল্লাস শুরু করে৷ তাতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ স্বামীর বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ উল্লেখ্য রাজ্যে গার্হস্থ হিংসার ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ বেশিরভাগ ক্ষেত্রেই নেশাগ্রস্ত হয়ে স্ত্রীর ওপর স্বামী নির্যাতন চালাচ্ছে৷
2023-07-20