ফতেহাবাদ, ১৯ জুলাই (হি. স.) : বুধবার হিসার থেকে লক্ষাধিক টাকার হেরোইন সহ দুই যুবককে গ্রেফতার করেছে ফতেহাবাদ পুলিশ ।
প্রাপ্ত তথ্য অনুসারে, এএসআই বসন্ত সিংয়ের নেতৃত্বে সিআইএ স্টাফ ফতেহাবাদ পুলিশের দল টহল দেওয়ার সময় ফতেহাবাদ থেকে জাতীয় সড়ক হয়ে বাদোপাল গ্রামের দিকে যাচ্ছিল। দলটি বাইপাস ব্রিজ, ধানগড়ের কাছে পৌঁছলে সেখানে দাঁড়িয়ে থাকা দুই যুবক পুলিশকে দেখে ভয় পেয়ে পিছনে ফিরে দ্রুত হাঁটতে শুরু করে। সন্দেহের ভিত্তিতে পুলিশের দল এই দুই যুবককে ধাওয়া করে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে এই যুবকরা তাদের নাম বিজয় এবং রমনদীপ সিং বলে জানিয়েছে, পিরানওয়ালি জেলা হিসারের বাসিন্দা। পুলিশ ওই যুবকদের তল্লাশি করলে উভয় যুবকের কাছ থেকে ২০-২০ গ্রাম মোট ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই বিষয়ে পুলিশ উভয় যুবককে গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করেছে।