নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.) : সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ। বুধবার তিস্তাকে রেগুলার জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট। এর আগে গত ৫ জুলাই তিস্তাকে গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিয়েছিল সর্বোচ্চ আদালত। পরবর্তী শুনানির দিন ঠিক হয় ১৯ জুলাই, আর বুধবার তিস্তাকে বড়সড় স্বস্তি দিয়ে জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গার সঙ্গে সম্পর্কিত প্রমাণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত তিস্তা। ২০০২-এর গুজরাট হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দীর্ঘ দিন ধরে রয়েছেন তিস্তা। ধারাবাহিক ভাবে পরিবারগুলিকে আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। ২০২২ সালের ২৫ জুন মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছিল সাংবাদিক তথা মানবাধিকার কর্মী তিস্তাকে। তার পর সেপ্টেম্বরে তিনি সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে তিনি গুজরাট হাইকোর্টে সাধারণ জামিনের আর্জি জানান।
কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়ে সম্প্রতি গুজরাট হাইকোর্ট তিস্তাকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ দেয়। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সমাজকর্মী। গত ৫ জুলাই তিস্তাকে গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিয়েছিল সর্বোচ্চ আদালত। আর বুধবার তিস্তাকে বড়সড় স্বস্তি দিয়ে জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট।