কলকাতা, ১৯ জুলাই (হি. স.) : অশান্ত মণিপুরের পরিস্থিতি দেখতে বুধবার সেখানে গিয়েছে তৃণমূলের প্রতিনিধিদল। এই নিয়ে এ দিন সাংবাদিকদের কাছে বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, রাজ্যে হিংসায় এত মৃত্যু। কার কার বাড়ি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
বুধবার মণিপুরে তৃণমূলের দলে রয়েছেন ৫ সাংসদ— ডেরেক ও’ ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, ডাঃ কাকলি ঘোষ দস্তিদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মণিপুরের উপদ্রুত এলাকা ঘুরে দেখার কথা তৃণমূলের প্রতিনিধিদলের। গোষ্ঠীসংঘর্ষে গত কয়েকমাস ধরেই জ্বলছে বিজেপি-শাসিত মণিপুর।
অন্যদিকে বাংলার ভোট-সন্ত্রাস দেখতে রাজ্যে এসেছে বিজেপির ৫ মহিলা সাংসদ। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গার পর আজ হাওড়ার আমতায় গেলেন তাঁরা। কথা বলেন আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে। মঙ্গলবার দেগঙ্গার ৩টি এলাকায় যান সাংসদ সরোজ পাণ্ডেরা। কলকাতায় ফিরে মাহেশ্বরী ভবনে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন বিজেপির ৫ মহিলা সাংসদ। এর আগে রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে বিজেপির তথ্য অনুসন্ধানী দল গত সপ্তাহে রাজ্য এসেছিল।