রাঁচিতে স্কুল বাস দুর্ঘটনা, আহত বহু শিশু

রাঁচি, ১৯ জুলাই (হি. স.) : রাঁচির মাউন্ট কারমেল স্কুলের বাস বুধবার ওরমানঝি থানা এলাকায় অবস্থিত ইরবায় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় বাসে থাকা ১২ জনের বেশি শিশু আহত হয়েছে। সব শিশুকে কুরেস্তা গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিন শিশুর অবস্থা গুরুতর বলে জানা গেছে।স্কুল বাসে ৪০ জন শিশু ছিল বলে জানা গেছে।

তথ্য অনুযায়ী, স্কুল বাসের ব্রেক বিকল হয়ে গিয়েছিল। এ কারণেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। শিশুদের অভিভাবকরাও হাসপাতালে পৌঁছেছেন। এ নিয়ে অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। সমস্ত রাজ্য সরকারকে স্কুল বাসের জন্য জারি করা নির্দেশিকাগুলি কঠোরভাবে অনুসরণ করার জন্য দাবি করছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *