ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই।। রাজ্যের হ্যান্ডবল খেলোয়াড়রা ক্রীড়া মন্ত্রী সকাশে দেখা করতে চাইছেন। ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় তাঁরা ক্রীড়া মন্ত্রী সকাশে মিলিত হয়ে বিশেষ করে পুরস্কার বিজয়ী জাতীয় ও রাজ্যের সুনাম অর্জনকারী হ্যান্ডবল খেলোয়াররা চাকরির প্রত্যাশার কথা জানাতে চাইছেন। অন্যথায় খেলোয়াড়রা অনেকটাই হতাশাগ্রস্থ হচ্ছেন। সেই প্রেক্ষাপটে সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাইছেন। রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়ের সঙ্গে দেখা করার সময় চেয়ে আবেদনপত্রে এসোসিয়েশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে একসময় এ খেলোয়াড়রা জাতীয় মানের বিভিন্ন আসরে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন এবং পুরস্কারও এনেছেন। কিন্তু বর্তমানে খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছে যে কোনও রকম প্রশিক্ষকের চাকরি না পেয়ে খেলোয়াড়দের মধ্যে হতাশা বিরাজ করছে। অনতিবিলম্বে তাদের চাকরির ব্যবস্থা করার লক্ষ্যে সংস্থার সাধারণ সম্পাদক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছেন।
2023-07-19