বন্যা বিধ্বস্ত হরিয়ানা, ত্রাণসামগ্রী বিতরণ রণদীপ হুডার

কলকাতা, ১৯জুলাই (হি.স.) : বন্যায় ভেসে গিয়েছে ঘরবাড়ি, নেই পর্যাপ্ত খাবার, পানীয় জলের হাহাকার । এই বিপর্যস্ত পরিস্থিতিতেই শুটিং ছেড়ে হরিয়ানার বন্যা বিধ্বস্ত মানুষদের কাছে অত্যাবশকীয় জিনিস নিয়ে পৌঁছে গেলেন জনপ্রিয় বলিউড অভিনেতা রণদীপ হুডা ।

বুধবার বন্যা বিধ্বস্ত হরিয়ানার একটি ভিডিওতে দেখা যাচ্ছে বোট থেকে নেমে নিজের কাঁধেই ত্রাণসামগ্রী বয়ে নিয়ে যাচ্ছেন বলিউড অভিনেতা । হাঁটু জলে নেমে দুস্থ মানুষদের হাতে হাতে তুলে দিচ্ছেন খাবার, ওষুধ ।

হরিয়ানার বন্যা বিপর্যস্ত এলাকার মানুষদের সাহায্যে নেমেছেন রণদীপ হুডা । সেখানেই দেখা যাচ্ছে, ঈশ্বরকে স্মরণ করে মাথায় কাপড় বেঁধে দুস্থ মানুষদের কাছে পৌঁছে যেতে তাঁকে । প্লাবিত এলাকার বাড়ি বাড়ি ঢুকে অত্যাবশকীয় সামগ্রী বিলি করলেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *