কলকাতা,১৯জুলাই (হি.স.) : ছবি মুক্তির আগেই ছবি নিয়ে সমস্যা । ২১ জুলাই প্রায় ২০০ দেশ জুড়ে মুক্তি পাচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি ”বাওয়াল” ।
প্রথম থেকেই ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও অ্যাডলফ হিটলারের প্রসঙ্গ টানায় জল্পনা শুরু হয়েছিল । কিন্তু প্রেমকাহিনির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টানার কি প্রয়োজন, খোলসা করেছিল পরিচালক নিজেই ।”বাওয়াল” ছবির গল্প অজয় দীক্ষিতকে কেন্দ্র করে আবর্তিত। অজয় একজন সাধারণ ছেলে যে পাড়ার উচ্চবিদ্যালয়ে ইতিহাসের শিক্ষক, যাঁকে অনেকে ভালবেসে অজ্জু ভইয়া বলেও ডাকে। নিজের এলাকায় ভালই বিখ্যাত সে, এবং এই ”তারকা” সুলভ খ্যাতি ভালই উপভোগ করে। কিন্তু এই খ্যাতির সৌজন্যে রয়েছে তার নিজের তৈরি ভুয়ো পরিচয়।

