ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই।। এবার মানহানির মামলা। ঘটনা কয়েকদিন আগের। তবে টিসিএ বিশেষ করে সম্পাদক তাপস ঘোষ বিষয়টিকে হালকা ভাবে নিতে নারাজ। কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন ডেকে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক তাপস ঘোষের নাম ব্যবহার করে যা ইচ্ছে তাই বলেছেন বলে অভিযোগ টিসিএ সচিব তাপস ঘোষের। এই ইস্যুকে সামনে রেখে জয়নগর ক্রিকেট ক্লাবের সুব্রত দে-র বিরুদ্ধে সচিব তাপস ঘোষ মানহানির মামলা করেছেন। কেস নম্বর ৬২/২০২৩। সিনিয়র ডিভিশন সিভিল জাজ কোর্টে উকিল কিশলয় রায় কর্তৃক মামলা দায়ের করেছেন। ২০ জুলাই এর অর্ডার বের হওয়ার পরবর্তী তারিখ উল্লেখ রয়েছে।
2023-07-18