নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলকে একযোগে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “বিরোধীদের একটাই আদর্শ ও এজেন্ডা, আর তা হল নিজেদের পরিবারকে বাঁচান ও পরিবারের স্বার্থে দুর্নীতিও বাড়ান।” মঙ্গলবার সকালে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পোর্ট ব্লেয়ারের বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। এই উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তিনি। পাশাপাশি বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠককে কটাক্ষ করেছেন মোদী।
প্রধানমন্ত্রী বলেছেন, “গণতন্ত্র জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্যই। কিন্তু, পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলির জন্য এটি পরিবারের, পরিবারের জন্য এবং পরিবারের স্বার্থেই। সবার আগে পরিবার, দেশ কিছুই নয় তাঁদের কাছে। এটাই তাঁদের মূলমন্ত্র… আছে ঘৃণা, দুর্নীতি ও তোষণের রাজনীতি। পরিবারতান্ত্রিক রাজনীতির আগুনের শিকার দেশ।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “স্বাধীনতার ৭৫ বছরে আমাদের ভারত কোথায় না পৌঁছে যেতে পারত। আমাদের ভারতীয়দের সম্ভাবনার কোনও ঘাটতি ছিল না। কিন্তু দুর্নীতিগ্রস্ত ও পরিবারতান্ত্রিক দল সাধারণ ভারতীয়দের এই সামর্থ্যের প্রতি অবিচার করেছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “দেশের জনগণ ২০২৪ সালের নির্বাচনে আবারও আমাদের সরকারকে ফিরিয়ে আনার বিষয়ে মনস্থির করেছে। এমন পরিস্থিতিতে ভারতের দুর্দশার জন্য দায়ী কিছু মানুষ দোকান খুলে বসেছে।”
পঞ্চায়েত ভোটের সময় পশ্চিমবঙ্গে হিংসার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, “কোথাও বন্যা কেলেঙ্কারি হয়, কেউ অপহরণ হয়, তখন এই গোত্রের সবাই চুপ হয়ে যায়। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে প্রকাশ্যে হিংসা হয়েছে, লাগাতার রক্তপাত হচ্ছে, এ নিয়েও সবাই নীরব।” মোদী বলেছেন, “কংগ্রেস ও বামপন্থী কর্মীরা সেখানে নিজেদের বাঁচাতে অনুরোধ করছেন। কিন্তু কংগ্রেস ও বামপন্থী নেতারা নিজেদের স্বার্থে কর্মীদের সেখানে রেখে গিয়েছেন।”