নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): ভূমি রেকর্ডের ডিজিটালাইজেশন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভূমিসম্মান-২০২৩ পুরস্কার প্রদান করেছেন। ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস আধুনিকীকরণ কর্মসূচির মূল উপাদানগুলির স্যাচুরেশন অর্জনে দুর্দান্ত কাজ করার জন্য ৯ জন রাজ্য সচিব এবং ৬৮ জন জেলা কালেক্টরকে তাঁদের টিমের সঙ্গে ভূমিসম্মান-২০২৩ পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেন, ভূমি রেকর্ডের ডিজিটালাইজেশন স্বচ্ছতাও নিশ্চিত করবে এবং মানুষ সহজেই সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারে। তিনি আরও বলেন, এর মাধ্যমে জমি সংক্রান্ত বিরোধও কমবে। রাষ্ট্রপতি উল্লেখ করেছেন, ডিজিটাল ইন্ডিয়া দেশের জীবনযাত্রার মান উন্নত করছে। তিনি যোগ করেছেন, ভারতের ডিজিটাল অর্থনীতি প্রসারিত হয়েছে এবং এখন বিশ্বের মোট ডিজিটাল লেনদেনের ৪৬ শতাংশ ভারতে হচ্ছে।