খোয়াইয়ের সিঙ্গিছড়ায় প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ মঙ্গলবার দুপুর ১২ টা  নাগাদ খোয়াইয়ের পশ্চিম সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত ছন্দনীর কমিউনিটি হলে সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকে নাম উপলক্ষে একটি প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ প্রদীপ প্রজননের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা৷ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস , তাছাড়া উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিংকু ভট্টাচার্য, খোয়াই মহকুমা শাসক বিজয় সিনহা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন৷ এদিনের এই প্রশাসনিক শিবিরে বিবাহের প্রমাণপত্র, এসটি এসসি ওবিসি সার্টিফিকেট, সহ অন্যান্য কাগজপত্র প্রদান করা হয় এদিনের এই প্রশাসনিক শিবিরে৷ আলোচনা করতে গিয়ে খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার বলেন বর্তমান রাজ্য সরকার সাধারণ মানুষের উন্নতি কল্পে প্রশাসনিক শিবিরের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের সার্টিফিকেট প্রদান করা হচ্ছে তাতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে সাধারণ জনগন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *