গোসাঁইগাঁও (অসম), ১৮ জুলাই (হি.স.) : কোকরাঝাড় জেলার গোসাইগাঁও মহকুমাধীন শ্ৰীরামপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণের গাঁজা বাজেয়াপ্ত হয়েছে। একটি টাটা সাফারি গাড়িতে করে গাঁজাগুলি পাচার করা হচ্ছিল। গাঁজা পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার গোসাঁইগাঁও মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) হীরেনকুমার ডেকা জানান, তাঁর নেতৃত্বে আজ ভোররাতে ইপি ৫৩ এভি ৬৭১৯ নম্বরের একটি টাটা সাফারির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে ৯৬.৪৪৫ কেজি নিষিদ্ধ গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। গাঁজা পাচারের অভিযোগে উত্তরপ্রদেশের বাসিন্দা সৌরভ প্ৰতাপ সিং এবং দীপু কুমার নামের দুজনকে আটক করা হয়।
থানায় এনে পুলিশের জেরায় তারা জানিয়েছে, গাঁজাগুলি তারা রঙিয়া থেকে সংগ্রহ করে উত্তরপ্ৰদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। স্বীকারোক্তির ভিত্তিতে সৌরভ প্ৰতাপ সিং এবং দীপু কুমারের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গাঁজাগুলি তারা রঙিয়ায় কার কাছ থেকে সংগ্রহ করেছে এবং সংশ্লিষ্ট অন্য নানা প্রশ্নের উত্তর পেতে দুই গাঁজা পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এসডিপিও।