স্পোর্টস স্কুল -৩ জম্পুইজলা-১
(ধনিতা, সানিয়া, বাসন্তি) (সঙ্গিতা)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই।।জয়ের ধারা অব্যহত রেখে খেতাবের দৌড়ে আরেক কদম এগিয়ে গেলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। মহিলা ফুটবলের বড় ম্যাচে সোমবার ত্রিপুরা স্পোর্টস স্কুল ৩-১ গোলে পরাজিত করে সুবোধ দেববর্মার জম্পুইজলা প্লে সেন্টারকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত মহিলা ফুটবল লিগে। ফলাফল দেখে ফুটবলপ্রেমীরা মনে করবেন উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা স্পোর্টস স্কুল একতরফা খেলে জয় পেয়েছে বড় ম্যাচে। কার্যত তা নয়। একাধিক সুযোগ নষ্ট করার খেসারত দিয়েছে জম্পুইজলার বালিকা ফুটবলাররা। অপরদিকে প্রাপ্ত সুযোগ গুলো কাজে লাগিয়ে বড় ম্যাচ থেকে মূল্যবান ৩ পয়েন্ট তুলে নেন কল্পনা দেববর্মার মেয়েরা। ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। এরই মধ্যে ১৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল পয়ে যায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। গোলটি করেন ধনিতা রিয়াং। ৩৭ মিনিটে সঙ্গিতা রায় সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে শুরু হয় জম্পুইজলার ফুটবলারদের মধ্যে সুযোগ নষ্টের প্রতিযোগিতা। ৪৯ মিনিটে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে এগিয়ে দেন সানিয়া দেব। ম্যাচ শেষ হওয়া ২ মিনিট আগে জম্পুইজলার জাল শেষ বার নাড়ান বাসন্তি রিয়াং। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয়পায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। ম্যাচটি অত্যাধিক দক্ষতায় পরিচালনা করেন বিশ্বজিৎ দাস। ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন সানিয়া দেব। আজ দুই দুর্বল প্রতিপক্ষ মুখোমুখি হবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ সকাল ৮ টায় খেলবে ইকফাই এফ সি এবং চলমান সঙ্ঘ।