মাৰ্ঘেরিটায় বুনোহাতির হামলায় ভেঙে চুরমার তিনটি বসতগৃহ, সুরক্ষিত গৃহস্থরা

মার্ঘেরিটা (অসম), ১৭ জুলাই (হি.স.) : তিনসুকিয়া জেলার অন্তর্গত মাৰ্ঘেরিটা মহকুমায় অব্যাহত হাতি-মানুষের সংঘাত। এবার বুনোহাতির দল ভেঙে চুরমার করে দিয়েছে তিনটি বসতগৃহ।

গতকাল গভীর রাতে মাৰ্ঘেরিটা পশ্চিম বনাঞ্চলিক কাৰ্যালয়ের অধীন ভিতরপাঐ গ্রামে বুনোহাতির দল ব্যাপক তাণ্ডব চালিয়েছে। প্রায় প্রতি রাতেই মার্ঘেরিটার একাংশ জনবসতি এলাকায় বনাঞ্চল থেকে খাদ্যের সন্ধানে প্রবেশ করে হাতির দল। কেবল তিনটি বসতবাড়িই নয়, গ্রামের বহু ক্ষতি করেছে হাতির দল৷ বুনোহাতির হামলায় সৌভাগ্যবলে প্রাণরক্ষা হয়েছে গ্রামের কৃষ্ণ চুতিয়া, বিশ্বাসী ভূঞা এবং নতানিয়াল মুণ্ডের পরিবারবর্গ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *