বেঙ্গালুরুর বৈঠক নিয়ে উজ্জীবিত বিরোধীরা, বিজেপিকে উৎখাত করাই মূল লক্ষ্য সকলের

বেঙ্গালুরু, ১৭ জুলাই (হি.স.): বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠক নিয়ে উচ্ছ্বসিত ও উজ্জীবিত বিরোধীরা। বিরোধীদের এই বৈঠক নিয়ে নানা মুনির নানা মত। সকলের একটাই লক্ষ্য, আসন্ন লোকসভা নির্বাচনের আগে ঐক্যবদ্ধ হওয়া ও বিজেপিকে কেন্দ্র থেকে উৎখাত করা। সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “যদি তিনি (প্রধানমন্ত্রী মোদী) সমগ্র বিরোধী দলের চেয়ে শক্তিশালী হন এবং তাঁদের জন্য তিনি একাই যথেষ্ট, তাহলে তিনি কেন ৩০টি দলকে একত্রিত করছেন? এই দলগুলির নাম প্রকাশ করুন। তাঁরা কি নির্বাচন কমিশনে নিবন্ধিত? আমরা যা করছি তাতে তাঁরা বিস্মিত, তাই নিজেদের শক্তি প্রদর্শনের জন্য দলগুলিকে একত্রিত করছে।”

বিরোধীদের বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হবে সে প্রসঙ্গে উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত বলেছেন, “ইভিএম মেশিন, লোকসভা আসন ভাগাভাগি, ফ্রন্টের নাম কী হবে-সহ অনেক বিষয়ে আলোচনা হবে।” আবার আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা বলেছেন, “বিরোধীদের ঐক্য দেখে বিজেপির রাতের ঘুম উড়ে গিয়েছে।”

কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল বলেছেন, “আমরা সবাই একটি উদ্দেশ্য নিয়ে ঐক্যবদ্ধ – এই দেশে গণতন্ত্র রক্ষা করা, সাংবিধানিক অধিকার এবং আমাদের প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করা। এগুলি সবই বিজেপি সরকারের বর্তমান শাসনের দ্বারা আক্রান্ত। তাঁরা বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছিল। তাঁরা এজেন্সিগুলিকে অপব্যবহার করে বিরোধীদের কণ্ঠ দমন করছে। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ সবচেয়ে বড় উদাহরণ। মহারাষ্ট্রের ঘটনাটিও একটি উদাহরণ।”

কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ডি কে শিবকুমার বলেছেন, “আমি মনে করি, কয়েকটি ছাড়া এ দেশের সমস্ত বিরোধী দল একটি শুভ সূচনার জন্য একত্রিত হয়েছে…এটা কোনও একক রাজনৈতিক দলের সভা নয়, ১৪০ কোটি মানুষের ভবিষ্যতের বিষয়।”
বিরোধীদের বৈঠক প্রসঙ্গে বিহারের মন্ত্রী ও আরজেডি নেতা তেজপ্রতাপ যাদব বলেছেন, “২০২৪ (লোকসভা নির্বাচন) এবং ২০২৫ (বিহার নির্বাচন)-এর জন্য সমস্ত প্রস্তুতি চলছে। মহাগঠবন্ধন সম্পূর্ণরূপে অক্ষত। শুরুটা বিহারের ভূমি থেকে এবং দ্বিতীয় সভা (বেঙ্গালুরুতে) সফল হবে।” এদিকে, বিরোধীদের বৈঠককে কটাক্ষ করে বিজেপি নেতা ও কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই বলেছেন, “তাঁরা (বিরোধী দলগুলো) ‘মহাগটবন্ধন’ বলছে কিন্তু আসলে এর মধ্যে কোনও ‘বন্ধন’ নেই… তাদের একমাত্র লক্ষ্য প্রধানমন্ত্রী মোদীকে নত করা, যা অসম্ভব… যখন শূন্যের সঙ্গে শূন্য যোগ করা হয়, তাতে কিছু হয় না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *