ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই।।পরিবর্তন হলো খেলার স্থান। মহকুমা থানার বিপরীতে সোপিং কমপ্লেক্সের দ্বিতলে দাবা সংস্থার হল ঘরের পরিবর্তে খেলা হবে গিরিধারী পল্লির ফ্লাওয়ার্স ক্লাবে। মহকুমা দাবা সংস্থার উদ্যোগে প্রাইজমানি মাসিক দাবা প্রতিযোগিতা ২২ জুলাই। সহযোগিতায় মেট্রিক্স চেস আকাদেমি। ওই দিন সকাল সাড়ে ৯ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। মোট ৫ রাউন্ডের আসর হবে। তাতে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ২০০ টাকা এন্ট্রি ফি সহ ২০ জুলাই এর মধ্যে নাম জমা দিতে হবে। নাম জমা দিতে হবে মনোরাজ সরকার (৮২৫৯৮০৪৮৩২) বা কিরীটী দত্ত-র (৭০০৫২৯১৯৭৬) কাছে। আসরের প্রথম ৫ স্থানাধিকারী দাবাড়ুকে প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া অনূর্ধ্ব-৭,৯,১১ ও ১৩ বিভাগের প্রথম ৩ স্থানাধিকারী দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। ইতিমধ্যে প্রায় ৪০ জন দাবাড়ু আসরে অংশ নেওয়ার জন্য এন্ট্রি জমা দিয়ে দিয়েছে। খেলা পরিচালনা করবেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায়।
2023-07-17