আগরতলা, ১৭ জুলাই (হি.স.) : শীঘ্রই ত্রিপুরায় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ইউনিটি মল চালু হবে। আজ হাপানিয়া বাইপাস সংলগ্ন জুট মিল এলাকায় ইউনিটি মলের জন্য চার একর জমি পরিদর্শনে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।
এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেশের প্রতিটি রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ইউনিটি মল তৈরি করার প্রস্তাব দিয়েছেন। তাই এবারের ২০২৩-২৪ বাজেটে ইউনিটি মলের জন্য টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই লক্ষ্যে আজ হাপানিয়া বাইপাস সংলগ্ন জুট মিল এলাকায় চার একর জমি পরিদর্শন করেছেন।
সাথে তিনি যোগ করেন, এই চার একর জমি ইউনিটি মলের জন্য উপযুক্ত আছে। এখানে মল তৈরী করা হলে সাধারণ মানুষের যোগাযোগের সুবিধা হবে। পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়নে যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৫ সালে ২৬ জানুয়ারী দেশের প্রতিটি রাজ্যে একসাথে ইউনিটি মলের উদ্বোধন করবেন। তাই শীঘ্রই ত্রিপুরায় ইউনিটি মল তৈরি করার কাজ শুরু করা হবে।