ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই।।ফাইনালে নেতাজি সঙ্ঘের বিরুদ্ধে খেলবে মতিনগর প্লে সেন্টার। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। সোমবার হয় আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। মেলাঘর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মতিনগর প্লে সেন্টার ৯৩ রানে পরাজিত করে শতদল সঙ্ঘকে। মতিনগর প্লে সেন্টারের গড়া ২৩১ রানের জবাবে শতদল সঙ্ঘ ১৩৮ রান করতে সক্ষম হয়। সকালে টসে জয়লাভ করে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে মতিনগর প্লে সেন্টার ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩১ রান করে। একসময় ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে দল যখন খাদের কিনারায় তখন আশিষ দত্ত এবং ইকবাল হুসেন কড়া প্রতিরোধ গড়ে তুলেন। এবং দলকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যান। আশিষ ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭ এবং ইকবাল ৭৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২ রান করেন। এছাড়া দলের পক্ষে গনেশ দেববর্মা ৫০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, রমেশ দেববর্মা ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৩, কিশোর দেববর্মা ১৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং দীপ্ত দে ৩১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। শতদল সঙ্ঘের পক্ষে অমরেশ দাস ২০ রান দিয়ে ৪ টি এবং প্রীতম বর্মন ৭১ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে শতদল সঙ্ঘ ১৩৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে জাফর সরিফ মজুমদার ৪২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩, মদিহাচান মজুমদার ৩৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯, প্রণব দাস ৪৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮, প্রীতম বর্মন ২২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ এবং রাজু দাস ২৮ বল খেলে ১২ রান করেন। মতিনগর প্লে সেন্টারের পক্ষে রমেশ দেববর্মা ১৫ রান দিয়ে ৩ টি, ইকবাল হুসেন ৩৩ রান দিয়ে ২ টি এবং দলনায়ক আর পি সিং ৩ রান দিয়ে ২ টি উইকেট দখল করেন।
2023-07-17