মুম্বই-থানেতে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

মুম্বই, ১৭ জুলাই (হি.স.) : সোমবার সকাল থেকে বৃষ্টির জেরে মুম্বই ও থানেতে স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির কারণে নিচু এলাকায় জল জমে সৃষ্টি হওয়ায় সমস্যায় পড়েছেন মানুষ। যদিও মুম্বইয়ের লাইফলাইন হিসেবে বিবেচিত লোকাল ট্রেনগুলি বর্তমানে সময়মতো চলছে।

তথ্য অনুযায়ী, দাদার, মাটুঙ্গা, মাহিম, হাজি আলি এলাকায় আজ সকাল থেকেই ভালো বৃষ্টি হয়েছে। একইভাবে, সকাল থেকে মুম্বই, কান্দিভালি, বোরিভালি, মালাদ, আন্ধেরি, গোরেগাঁওয়ের শহরতলির অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে নিচু এলাকায় জলা জমে রয়েছে।

মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা পাম্পিংয়ের সাহায্যে জমা জল অপসারণ করছেন। সোমবার সারাদিন মুম্বই ও শহরতলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। মুম্বাই শহরেও ২ দিনের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।