স্পোর্টস স্কুল: ৪
নবোদয় সংঘ: ২
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। পরপর দুই ম্যাচে হেরে অনেকটা পিছিয়ে লিগ সূচনা করলেও তৃতীয় ম্যাচের মাথায় প্রথম জয় পেয়ে মনোবল কিছুটা বাড়িয়ে নিয়েছে স্পোর্টস স্কুলের ছাত্ররা। হারিয়েছে নবোদয় সংঘকে ৪-২ গোলের ব্যবধানে। পক্ষান্তরে নবোদয় সংঘ রয়েছে পয়েন্ট তালিকার শেষ প্রান্তে। কেননা পরপর তিন ম্যাচে তাদের হারতেই হয়েছে। যদিও অবনমনের কোনও চিন্তা নেই। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বি-ডিভিশন লীগ ফুটবলের ১২ তম ম্যাচে আজ, সোমবার ত্রিপুরা স্কুল ৪-২ গোলের ব্যবধানে নবোদয় সংঘ কে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল দুই এক গোলে এগিয়ে ছিল। উমাকান্ত মিনি স্টেডিয়াম বিকেলে খেলার শুরুতে সাত মিনিটের মাথায় নবোদয় সংঘের মনীষ দেববর্মা একটি গোল করে দলকে এক-শূন্যতে এগিয়ে দেয়। কিন্তু ৮ মিনিট পর স্পোর্টস স্কুলের জন জমাতিয়া গোলটি পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী প্রায় কুড়ি মিনিট আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে ম্যাচ এগুলে খেলার ৩৭ মিনিটের মাথায় জন জমাতিয়া আরও একটি গোল করে স্পোর্টস স্কুলকে ২-১ এ এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধ শুরুতে পরস্পর বিরোধী আক্রমণ চলতে থাকলেও ৪৯ মিনিটের মাথায় নবোদয়ের পক্ষে মনীষ পুনরায় একটি গোল করে ফের খেলায় দুই-দুই গোলে সমতা ফিরিয়ে আনে। এবার চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। ইতোমধ্যে নবোদয়ের দুজন হলুদ কার্ড দেখে নেয়। খেলার ৬৭ মিনিটের মাথায় লিয়ান মুইয়া ডার্লং দলের পক্ষে তৃতীয় গোলটি করে। স্পোর্টস স্কুল কিছুটা রক্ষণাত্মক খেলার চেষ্টা করে তবে গোলের সুযোগ বের করে আক্রমণ ভাগেও একাধিকবার উঠে আসে। খেলার শেষ মুহূর্তে ৮৮ মিনিটের মাথায় লিটন ভূঁইয়া আরেকটি গোল করলে ব্যবধান ৪-২ হয়। পুরো খেলায় রেফারি স্পোর্টস স্কুলের লিয়ান মুইয়া এবং নবোদয় সঙ্গে তরুন, সুধীর ও প্রদীপকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি কার্তিক দাস, অরিন্দম মজুমদার, পল্লব চক্রবর্তী ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: পুলিশ রিক্রিয়েশন ক্লাব বনাম কল্যাণ সমিতি বিকেল ৪টায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।