এডুকেশন স্পনসরশিপ গ্রান্ড থেকে ২৮ টি শিশুকে শিক্ষার জন্য বেছে নেওয়া হল উত্তর জেলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷  এডুকেশন স্পনসরশিপ গ্রান্ড থেকে ২৮ টি শিশুকে শিক্ষার জন্য বেছে নেওয়া হলো উত্তর জেলায়৷ এডুকেশন স্পন্সরশিপ গ্রান্ড কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প৷ যেসব শিশুরা পড়াশোনায় আগ্রহী তাদের বাবা-মা নেই বা বাবা নেই অথবা বাবা জেলে রয়েছে কিন্তু শিশুটির পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহ, সেইসব শিশুদের মাসিক চার হাজার টাকা করে তিন বছর একটা ভাতা দেওয়া হয় প্রয়োজনে কখনো কখনো আরো তিন বছর বাড়ানো যেতে পারে৷ এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যারা অভিভাবকের দায়িত্ব রয়েছে তারা সিডিপিও বা ব্লকের মাধ্যমে যাদের আয় বছরে ৭২ হাজার টাকার নিচে রয়েছে এবং পড়াশোনার ছাত্র-ছাত্রীদের বয়স ১৮ বছরের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারেন৷ এই প্রকল্পে উত্তর জেলায় ৪ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ক্যাম্পের মাধ্যমে শিশুদের বেছে নিয়ে সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে৷ এখন পর্যন্ত উত্তর জেলায় দশটি ক্যাম্প হয়ে গেছে এবং ২৮টি শিশুকে এই প্রকল্পে বেছে নেওয়া হয়েছে৷ আগে প্রত্যেক জেলায় ৪০ জন শিশুকে এই প্রকল্পে বেছে নিয়ে তাদেরকে প্রকৃত সুযোগ সুবিধা দেওয়া হতো৷ এখন আর ৪০ জনের কেমন কোন বাধা নেই৷ যাদের দরকার তারা প্রত্যেকে এই সুযোগ-সুবিধা পাবে বলে জানান সোশ্যাল এডুকেশনের দায়িত্বপ্রাপ্ত জেলা ইন্সপেক্টর বিদ্যা ভূষণ দেববর্মা৷ এই প্রকল্পকে সামনে রেখে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সরকারকে এই ব্যাপারে সাহায্য করে চলেছে৷ বর্তমানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন প্রাক্তন বিচারক পিকে পাল৷ বিদ্যাভূষণ দেববর্মা আরো জানান যারা প্রাকৃতিক দুযর্োগের কারণে শিশুর নাম নথিভুক্ত করতে পারেননি তাদের জন্য এখনো খোলা রয়েছে যাতে কেউ এই সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *